জাহাজে বিদেশ পাড়ির স্বপ্নে বন্দরে অবৈধ প্রবেশ, আটক ৩ 

চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরের ভেতরে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগের কর্মীরা। এর মধ্যে একজন বিদেশগামী বাণিজ্যিক জাহাজে ঢুকে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বুধবার (২৭ আগস্ট) বিভিন্ন সময় তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে নিশ্চিত করেছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

আটকরা হলেন- নোয়াখালীর গোপালপুর গ্রামের হানিফের ছেলে মো. আবুল খায়ের, গোপালগঞ্জ শেখ বাড়ি এলাকার টুকু শেখের ছেলে মো. মাহফুজ শেখ ও মানিকছড়ির মহামুনি এলাকার রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসান লাবলু।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে আটটার দিকে বন্দরের ভেতরে অবৈধভাবে ঢুকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় বন্দর নিরাপত্তা সদস্যরা মো. মাহফুজ শেখকে আটক করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মাহফুজ শেখ বিদেশগামী জাহাজে অবৈধভাবে ঢুকে বিদেশে পাড়ির উদ্দেশ্যে বন্দরে ঢুকেছিল। তার কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিঁড়া, খাবার পানিসহ একটি ব্যাগ পাওয়া গেছে।

একইদিন ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে একটি গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে গেটে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের তল্লাশির সময় মো. আবুল খায়েরকে আটক করা হয়।

পরে বেলা সোয়া দুইটার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য আরেকজনের প্রবেশ পাস দিয়ে কাভার্ডভ্যানের গেট পাস সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা বিভাগের সদস্যরা মেহেদি হাসান লাবলুকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, লাবলুর ব্যবহৃত পাসটি তার মামা শফিকুল ইসলামের, যিনি কিছুদিন আগে মারা গেছেন।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ বরাবরই বিভিন্ন গেট, শেড এবং ইয়ার্ডে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বুধবার অবৈধভাবে বন্দর ভেতরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তাদের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top