চাটগাঁ নিউজ ডেস্ক : জাল-জালিয়াতির মাধ্যমে জন্মসনদ, জাতীয়তা সনদ, পাসপোর্ট ইস্যু করে দেওয়ার আশ্বাসে সাধারণ নাগরিকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি স্টাম্প, ২৫ নং রামপুরা ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও জন্মনিবন্ধন সহকারী সুমন গুপ্ত নামের দুটি সীলসহ এ কাজে ব্যবহৃত আরও ৪টি সীল ও স্ট্যাম্প প্যাড।
মঙ্গলবার (১৪ মে) হালিশহর থানা পুলিশের অভিযানে ধরা পড়া দুই প্রতারক হলেন মো. সাগর (২৪) ও মো. রেজাউল করিম (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার হামিদ। তিনি বলেন, কখনো কাউন্সিলর অফিসের স্টাফ, কখনো বা পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয় দিয়ে সহজেই জন্মসনদ প্রস্তুত এবং জাতীয়তা সনদ, পাসপোর্ট ও এনআইডি সংশ্লিষ্ট দপ্তর হতে ইস্যু করিয়ে দেওয়ার আশ্বাসে সাধারণ নাগরিকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো হালিশহর ডবলমুরিং এলাকার চক্রটি।
চাটগাঁ নিউজ/এসএ