জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফের মেয়াদ বাড়লো

সিপ্লাস ডেস্ক: জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তার চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ২৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মোশাররফ হোসেন ভূঁইয়া সেতু বিভাগের সচিব ছিলেন। ওই সময় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলার প্রধান আসামি ছিলেন মোশাররফকে। ওই সময় সাময়িক বরখাস্তও হয়েছিলেন তিনি। পরে ওই মামলা বাতিল হয়। চাকরি ফিরে পান তিনি।

এরপর তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং শিল্প সচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে সিনিয়র সচিবও হন। চাকরির মেয়াদ শেষে দুই বছরের চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন।

২০২০ সালের ১৭ আগস্ট তাকে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয় সরকার।

Scroll to Top