চাটগাঁ নিউজ ডেস্ক: জার্মানিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতেই ইজ্জত হারালেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় জার্মানির কোলনের উলিথজক্যাস্টরে জার্মান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রতিবাদ সভা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশে উপস্থিত হলে তাকে দেখেই তেড়ে আসেন একদল নেতাকর্মী। পরে সমাবেশে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে হাছান মাহমুদ কোন রকমে সভাস্থল ত্যাগ করেন বলে নির্ভরশীল সূত্রে জানা গেছে।
সভাস্থলে পৌঁছার পর হাছান মাহমুদকে উদ্দেশ্য করে কয়েকজন নেতাকর্মী ক্ষেপে গিয়ে বলেন, আপনি কোনো কথা বলবেন না। আপনার মতো কয়েকজন নেতার কারণে আওয়ামী লীগের আজকে এই দুরবস্থা। চুপচাপ গিয়ে মঞ্চে বসে থাকুন।
বার্লিন থেকে জার্মানির ওই সমাবেশে উপস্থিত হওয়া এক নেতা হাছান মাহমুদকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের লোভ আর দুর্নীতির কারণেই দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মিরা আজকে দুর্বিসহ জীবন কাটাচ্ছে। হুমকির মুখে আছে সবার জীবন। আহত নিহত নেতাকর্মীদের কোনো খোঁজখবর আপনি রাখেন নাই। যাকে ইচ্ছা তাকে দলে ঢুকিয়েছেন। আপনাদের দুর্নীতির কারণে দল আজ বিপর্যস্ত, দিশেহারা।
ড. হাছান মাহমুদের উপর নেতাকর্মীদের এমন ক্ষোভের বহিঃপ্রকাশের সাক্ষী ছিলেন সদ্য ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও। তিনি ওই সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া ও জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নুরী।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর গত আগস্টে হাছান মাহমুদ বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে বেলজিয়ামে চলে যান। এরপর এই প্রথম আওয়ামী লীগ সরকারের ক্ষমতাধর এই সাবেক মন্ত্রীকে জনসমক্ষে দেখা গেল। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ছাড়াও বিপুল টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি