জায়গা দখল করতে গিয়ে পদ হারালেন বিএনপি নেতা 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় প্রকৌশলীর জায়গা জোর করে দখলে নেয়ার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছিল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

যেখানে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াকে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২১ নভেম্বর নগরে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন জিয়ার বিরুদ্ধে জায়গা জোর করে দখলে নেওয়ার অভিযোগ করেন প্রকৌশলী মশিউর রহমান নামে এক ব্যক্তি। দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে ওই প্রকৌশলীর জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top