চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর জামালখানসহ বিভিন্নস্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও মশাল মিছিল করেছে বিক্ষুদ্ধরা। আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ‘বুলডোজার কর্মসূচি’র অংশ হিসেবে তারা এই ভাঙচুর করেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল বিক্ষুব্ধ মিছিল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামালখান এলাকায় গিয়ে বিক্ষোভ করেন এবং শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত একাধিক লাইভে দেখা গেছে, বিক্ষোভের সময় সংগঠকরা ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না, ফ্যাসিবাদের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম’- এসবসহ আরও বিভিন্ন স্লোগান দেন। মিছিল-স্লোগানে পুরো সময় উত্তাল ছিল নগরীর জামালখানসহ আশপাশের এলাকা।
জানা গেছে, রাত ১০টার দিকে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ সংগঠকরা মশাল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যান। সেখানে পুরনো একাডেমিক ভবনের পেছনে একটি ম্যুরাল ভাঙচুর করা হয়।
এরপর তারা মশাল মিছিল নিয়ে নগরের জামালখান এলাকায় আসেন। সেখানে প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাবের নিচে শেখ মুজিবের ম্যুরালে আঘাত করা হয়। এরপর জামালখান মোড়ে গিয়ে ডা.খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা দেয়ালে স্থাপন করা বঙ্গবন্ধু একাধিক প্রতিকৃতি হাতুড়ি ও লোহার রড দিয়ে ভাঙচুর করেন তারা। অবশ্য একাধিক প্রতিকৃতির প্রায় সবগুলোই আগে থেকেই আংশিক ভাঙা অবস্থায় ছিল।
চাটগাঁ নিউজ/এমকেএন