ফটিকছড়ি প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামী প্রকৃত ইসলামী দল নয়।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে তার অসুস্থতার খবরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর তাকে দেখতে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা সংলগ্ন তার বাসভবনে গেলে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে দেশের সব রাজনৈতিক সংকটের সমাধান হবে। তার আগমন যত দ্রুত সম্ভব হবে, দেশ ও জাতির তত মঙ্গল হবে বলে মন্তব্য করেন আল্লামা বাবুনগরী।
এসময় বিএনপি নেতা সরওয়ার আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদারসহ স্থানীয় বিএনপির আরও নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন