নিজস্ব প্রতিবেদক: মধ্যবিত্ত পরিবারের সন্তানের প্রথম চাওয়া একটি নিজস্ব সাইকেল। তবে বারবার তাকে থমকে দেয় তারই চিরচেনা অভাব-অনটন। এবার মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সংগঠনটি আয়োজন করেছিল ৪০ দিনব্যাপী জামাতের সাথে সালাত আদায় ক্যাম্পেইন ২০২৫।
এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য তরুণদের নামাজের প্রতি উৎসাহিত করা এবং ধর্মীয় অনুশাসনের মধ্যে ফিরিয়ে আনা। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী তরুণদের টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হয়েছে।
শনিবার (৩ মে) ক্যাম্পেইনের শর্ত পূরণ করে সফলভাবে নামাজ আদায়কারীদের নগরীর পাঠানপুর জামে মসজিদ প্রাঙ্গণে তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এতে মোট ৬৭ জন তরুণ আবাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সাইকেল ও অন্যান্য উপহারসামগ্রী পায়।
প্রথম ক্যাটাগরিতে ৪২জন বিজয়ীকে দেওয়া হয় একটি করে সাইকেল। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির অংশগ্রহণকারীরা পেয়েছেন স্মার্ট ওয়াচসহ নানা উপহারসামগ্রী।
অনুষ্ঠানে আবাম ফাউন্ডেশনের সদস্য মহিম মিজানের সঞ্চালনায় পাঠানপুর জামে মসজিদের মুতোয়াল্লি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মুফতি হারুন ইজহার, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন, চুয়েটের সহকারী অধ্যাপক প্রকৌশলী নর্শেদুল মামুন।
অনুষ্ঠানে বক্তরা জানান, এই উদ্যোগ শুধু ধর্মীয় সচেতনতা বৃদ্ধিই নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণদের মাঝে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং নৈতিক মূল্যবোধ গঠনে এমন উদ্যোগ প্রশংসনীয়।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, পাঠানপুর জামে মসজিদের খতিব মুফতি ড. মাহবুবুর রহমান।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ বলেন, ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া হবে।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদসহ আবাম ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
চাটগাঁ নিউজ/এইচএস/এমকেএন