রাউজান প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারর প্রধান উপদেষ্টা চাটগাঁইয়া, আমরাও চাটগাঁইয়া। এই চাটগাঁইয়ার মান রক্ষা করতে হবে। জাতীয় স্বার্থে এই সরকাররে টিকিয়ে রাখতে। আমরা তাদের সহযোগী করে যাব।
রবিবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় রাউজান উপজেলার জলিল নগর বাস স্ট্যান্ডে চত্বরে সর্বস্তরের জনসাধারণের আয়োজন রাউজানের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ আমি রাউজানে আসতে পারি নি।
এই ১৬ বছরে বিএনপির অনেক নেতাকর্মীকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা খুন করেছে। অনেকেই ঘরবাড়ি ছাড়া করেছে। কিন্ত আমরা শান্তির রাজনীতি বিশ্বাস করি। কেউ কারো উপর জুলুম-অত্যাচার করবে না। কারো সম্পদ লুট করবে না। হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে হবে। কেউ এর ব্যতিক্রম করলে তাকে ছাড় দেওয়া হবে না।
রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও রাসেেল খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা সরোয়ার আলমগীর, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, সৈয়দ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, ইউসুফ তালুকদার, আনোয়ার হোসেন বাচলু, ইকবাল চৌধুরী, মাওলানা আব্দুস ছবুর, ছাত্রনেতা মো. জাহেদুল ইসলাম সহ আরো অনেকেই। এরপূর্বে বেলা তিনটা হতে রাউজান উপজেলার বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার জনতা মিছিল সহকারে সভা প্রাঙ্গণে উপস্থিত হয়।
এছাড়াও সভায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়কে মিলেমিশে একটি সুন্দর রাউজান গঠনের আহ্বান জানান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
চাটগাঁ নিউজজ/জয়নাল/এআইকে