পড়া হয়েছে: ১৭
সিপ্লাস ডেস্ক: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডের সঞ্চালনে বিপর্যয় ঘটায় প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১৩২ কেভি লাইনের দুটি সার্কিট বন্ধ হয়ে যাওয়ায় বিভাগজুড়ে এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
সোমবার (২৪ জুলাই) দুপুর দেড়টায় সিলেটে গ্রিড বিপর্যয় ঘটে। ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এ বিষয়ে বিকেল সাড়ে ৫টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির গণমাধ্যমকে বলেন, জাতীয় গ্রিডের সিলেট অঞ্চলের দুটি সার্কিটই ফেইল করে। আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট বন্ধ থাকায় বিভাগজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিকেল ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।