চাটগাঁ নিউজ ডেস্ক: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল সংকটের কারণে আগামী নয় মাসের মধ্যে ১ হাজার ৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
সংস্থার বাজেটের ১৫ শতাংশ হ্রাসের অংশ হিসেবে জরুরি পরিকল্পনার আওতায় পাঁচটি মিশন থেকে এসব শান্তিরক্ষী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের সামরিক বিষয়ক দফতর (ওএমএ) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে ১৪ অক্টোবর একটি চিঠি পাঠায়। চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষীদের সংখ্যা কমানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলমান আর্থিক সংকটের কারণে ১৫ শতাংশ বাজেট হ্রাসের নির্দেশ দিয়েছেন। এ পরিকল্পনার আওতায় শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশীয় সদস্যদের জন্য বরাদ্দও ১৫ শতাংশ কমানো হবে।
এএফপি জানায়, বিশ্বের নয়টি অঞ্চলের শান্তিরক্ষা মিশন থেকে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী বাহিনী কমানো হবে। যুক্তরাষ্ট্রের অনুদান কমে যাওয়ায় তহবিলের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১৩–১৪ হাজার সেনা ও পুলিশ সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। বেসামরিক কর্মীদের ওপরও এর প্রভাব পড়বে।
জাতিসংঘের পাঠানো চিঠি অনুযায়ী, পাঁচটি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের সংখ্যা কমবে। এর মধ্যে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন (ইউএনমিস) থেকে ৬১৭ জন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশন (মিনুসকা) থেকে ৩৪১ জন, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ মিশন (ইউনিসফা) থেকে ২৬৮ জন, কঙ্গোর জাতিসংঘ মিশন (মনুসকো) থেকে ৭৯ জন এবং পশ্চিম সাহারায় জাতিসংঘ মিশন (মিনুরসো) থেকে আটজন বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার করা হবে।
২০২৫-২৬ অর্থবছরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মোট বাজেট ছিল ৫৪০ কোটি ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র ১৩০ কোটি ডলার অনুদান দেওয়ার কথা থাকলেও তারা এখন প্রায় অর্ধেক অর্থ (৬৮ কোটি ২০ লাখ ডলার) প্রদান করবে।
চাটগাঁ নিউজ/জেএইচ