চাটগাঁ নিউজ ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রামে জাঁকজমকভাবে উদযাপন করা হয়েছে পাঠকপ্রিয় গণমাধ্যম দৈনিক মানবজমিনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এতে রাজনীতিবিদ, পেশাজীবি, শিক্ষাবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ, ছাত্র ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে প্রেসক্লাব চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মানবজমিনের চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার ও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। এরপর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় মানবজমিনের ২৭ বছর পূর্তি উৎসব।
এরপর প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শহিদুল হকের সভাপতিত্বে ও মানবজমিনের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ জালাল রুমির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবু হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, নিয়াজ মো. খান, মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।
সাংবাদিক ও পেশাজীবি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, সাবেক জেলা পিপি এডভোকেট আব্দুস সাত্তার, চট্টগ্রাম পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার, বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য ও এসএ টিভির সাবেক ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার মোস্তাক খোন্দকার।
ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশমের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডা. এস এম ফজলুল হক, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আবু নাসের প্রমুখ।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বেসরকারি কারা পরিদর্শক জুবায়রুল মানিক ও জেলার সমন্বয়ক ইমন মোহাম্মদ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক কাজী বেলাল উদ্দীন, হারুন জামান, নিয়াজ মো. খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, দক্ষিণ জেলা বিএনপির নেতা শফিক চেয়ারম্যান, ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি আ ন ম জোবায়ের, মোহাম্মদ সাইফুদ্দিন,হেফাজত নেতা মাওলানা বরকত উল্লাহ বাবুনগরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সেক্রেটারি সবুর শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক খোরশেদ আলম শামীম প্রমুখ।
পেশাজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা দিদারুল আলম চৌধুরী,আইনজীবী এডভোকেট আনোয়ার শাহাদাত, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা রাশেদুল আলম, ডেল্টা হসপিটালের এসিস্ট্যান্ট ম্যানেজার অহিদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মাসুদ ফরহান অভি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ সমিতির সাবেক সভাপতি আব্দুল কাদের মানিক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক নেতৃত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
তারা মানবজমিন পত্রিকা ও সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তারা দেশের গণমানুষের পত্রিকা দৈনিক মানবজমিনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে মানবজমিনের পাঠক সংগঠন ‘পাঠকজমিন’র চট্টগ্রাম মহানগর ছয় সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শিল্পপতি সরওয়ার আলমগীরকে আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মাসুদ ফরহান অভিকে সদস্য সচিব করা হয়েছে। এক বছরের জন্য গঠিত এই কমিটিতে চার জনকে যুগ্ন আহবায়ক করা হয়। তারা হলেন রাজনীতিবিদ মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ আজম খাঁন, পেশাজীবি নেতা তাওহিদ আজাদ ও মোহাম্মদ আলী চৌধুরী।
চাটগাঁ নিউজ/জেএইচ