চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ৩০০ কোটি টাকার যন্ত্রপাতি কেনার অভাব সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৪ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এই কথা জানান।
মেয়র বলেন, সরকারি সদিচ্ছার অভাবে নতুন যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছে না এবং এ জন্য বরাদ্দ পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সব ব্যবস্থা গ্রহণ করলে নগরের ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।
চট্টগ্রামে জন্য বরাদ্দের দাবি তুলে মেয়র আরো বলেন, ঢাকার তুলনায় চট্টগ্রামের জন্য জনসংখ্যার আনুপাতিক হারে বাজেট বরাদ্দ আসে না। দেশিয় অর্থনীতিতে চট্টগ্রাম বন্দরের অবদান সত্ত্বেও এই নগরকে বঞ্চিত করা হচ্ছে।
মেয়রকে খুশি না করে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে মেয়র শাহাদাত বলেন, কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। মেয়রকে খুশি করার জন্য তথ্য গোপন করলে সমস্যার সমাধান করতে পারবো না। তাই অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত সমস্যা তুলে ধরুন। গণমাধ্যমের রিপোর্ট দেখে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারবো।
এ সেমিনারে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ব্যুরো চিফ ভূঁইয়া নজরুল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা অবৈধ পাহাড় কাটা বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া, ব্যক্তিমালিকানাধীন পাহাড় সরকারি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে বার্ড বা বাটারফ্লাই পার্ক নির্মাণের পাশাপাশি খাল ও জলাশয়ের অবৈধ দখলমুক্তকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও আবর্জনাকে সম্পদে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা এবং তরুণ সমাজকে জলাবদ্ধতা নিরসনে সক্রিয়ভাবে যুক্ত করার সুপারিশ করেন।
বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা, জনসংযোগ সমিতির কেন্দ্রীয় সভাপতি এ. এস. এম. বজলুল হক, ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. একেএম ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. শহীদুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও সিডিএ বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস এর ব্যুরো চিফ মোহাম্মদ শাহনওয়াজ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সিডিএ-এর বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ, স্থপতি জেরিনা হোসেন, স্থপতি আশিক ইমরান, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান প্রমুখ।
চাটগাঁ নিউজ/জেএইচ