কক্সবাজার প্রতিনিধি : বর্ষবরণে রাখাইন সম্প্রদায় মেতেছে ‘সাংগ্রেং’ বা জলকেলি উৎসবে। তাদের বিশ্বাস মঙ্গল জলে ধুয়ে যাবে পুরনো বছরের সকল দুঃখ-গ্লানি এবং নতুন বছর হবে নির্মল। উৎসবটি রাখাইনদের হলেও কালক্রমে এটি কক্সবাজার অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হয়ে ওঠেছে। তৈরি হয়েছে সম্প্রীতির এক বন্ধন।
রাখাইন পঞ্জিকা ১৩৮৫ বিদায় দিয়ে ১৩৮৬ রাখাইন বর্ষবরণে এই উৎসব। সামাজিক নিয়মে ১৪ এপ্রিল শুরু হওয়া এই উৎসব জলকেলির মধ্যে দিয়ে শেষ হয় ২০ এপ্রিল। উৎসবে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ ঢাক-ঢোল বাজিয়ে নাচে-গানে শোভাযাত্রার মধ্যে দিয়ে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যায়। প্যান্ডেলে তরুণী তরুণকে লক্ষ্য করে পানি নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষের মধ্যে চলে পানি নিক্ষেপের খেলা। এই খেলা এখন তরুণ-তরুণীর মধ্যে সীমাবদ্ধ নেই। রাখাইনরা উৎসবে আগতদের মঙ্গল পানি ছিটিয়ে বরণ করছে। জলকেলি উৎসব এখন ঐতিহ্যবাসী সামাজিক উৎসব রীতিতে পরিণত হয়েছে। নিজেদের মধ্যে সামাজিক বন্ধন ও ঐক্য তৈরিতে এই উৎসব ভূমিকা রাখে বলে অভিমত রাখাইনদের।
চাটগাঁ নিউজ/এসএ