জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ২৬ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ বেসামরিক পর্যটকের মৃত্যু হয়েছে। আহত অন্তত এক ডজনেরও বেশি মানুষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলার ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড় হামলা।

এদিকে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, ভারী অস্ত্রেসস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের ওপরের তৃণভূমির গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসে। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্ত্রধারীরা যখন গুলি চালানো শুরু করে, তখন স্থানীয়রা, যারা পর্যটকদের কাছে মালামাল বিক্রি করেন, তারা নিরাপদস্থানে সরে যান। এতে শুধুমাত্র পর্যটকরা গোলাগুলির মাঝে পড়েন। তখন তাদের ওপর নির্বিচার গুলি ছোড়া হয়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন, এই নৃশংসতার হোতাদের বিচার হবে… তারা রেহাই পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি নিরাপত্তা বৈঠক করতে কাশ্মীরে যাচ্ছেন।

সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা কমলেও গত জুনে হিন্দু তীর্থযাত্রীবাহী একটি বাসে হামলায় ৯ জন নিহত হন। ১৯৮৯ সাল থেকে এই অঞ্চলে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, যদিও গত কয়েক বছরে সহিংসতা কমেছে।

মঙ্গলবারের এই হামলার আগের দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত সফরে এসেছেন। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সম্ভবত বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য অতীতে বিদেশি উচ্চপদস্থ ব্যক্তিদের সফরের সময় কাশ্মীরে বড় হামলার রেকর্ড রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top