আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বঢাল গ্রামে ১৭ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে ১২ জন শিশু। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
৭ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে এই মৃত্যুগুলো ঘটে। মৃতদের সবাই একই গ্রামের তিনটি সম্পর্কিত পরিবারের সদস্য। ছয়জন শিশুর বয়স ছিল ৭ থেকে ১৫ বছরের মধ্যে।
প্রাথমিকভাবে মৃতরা খাদ্য বিষক্রিয়ার মতো লক্ষণ দেখায়, যেমন- বমি ও ডায়রিয়া। পরে তাদের হঠাৎ অচেতন হয়ে পড়তে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের প্রধান ডা. এ এস ভাটিয়া। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই রোগ সংক্রামক নয় এবং মহামারির আশঙ্কা নেই।
কেন্দ্রীয় সরকার এই মৃত্যুর বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। একটি বিশেষ তদন্ত দল পুলিশ, প্যাথোলজিস্ট এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দূষিত খাবার ও পানি খাওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। গ্রামের বাসিন্দাদের স্থানীয় একটি ঝরনার পানি পান করতে নিষেধ করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, ঝরনার পানিতে কীটনাশকের উপস্থিতি রয়েছে।
গ্রামের বাসিন্দাদের শুধুমাত্র প্রশাসন সরবরাহ করা খাবার ও পানি খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত পরিবারের বাড়িগুলো সিল করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের রাজৌরির একটি সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজৌরি, জম্মু এবং চণ্ডীগড় শহরের বিভিন্ন হাসপাতালে অন্তত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
ডা. শুজা কাদরি জানিয়েছেন, রোগটি স্থানীয়ভাবে সীমাবদ্ধ এবং এটি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা প্রাণীজ সংক্রমণ নয়।
চাটগাঁ নিউজ/জেএইচ