জম্মু-কাশ্মির-পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

ভারতীয় গণমাধ্যমের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাকিস্তানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় ৯টার দিকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হিরানগরে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে ধারণ করা পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও এনডিটিভির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভিডিওতে দেখা যায়, জম্মু-কাশ্মিরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বাধা দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।

হামলার ফলে জম্মু শহরসহ আখনুর ও কিশতওয়ার জেলায় জরুরি সতর্কতা জারি করা হয় ও পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ‘লোইটারিং মিউনিশন’ নামক বিশেষ ধরণের ড্রোন ব্যবহার করে জম্মু বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। তবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং আকাশেই একাধিক হুমকি প্রতিহত করে।

এদিকে, ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলার অভিযোগের মধ্যেই এই বিস্ফোরণ ঘটলো, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিদর্শক শেশ পল বৈদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, তিনি ‘প্রবল বিস্ফোরণের শব্দ’ শুনেছেন।

অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের ১৫টি স্থানে হামলার দাবিকে ‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রের নয়, বরং মঞ্চ কিংবা সিনেমার জন্যই উপযুক্ত।

সম্প্রতি পহেলগাম হামলার পর থেকেই কাশ্মীর অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের দাবি, পাকিস্তান তার সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করছে যে ভারত তাদের ভূখণ্ডে বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করছে।

এই হামলার প্রেক্ষাপটে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top