চাটগাঁ নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬-৭ জন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার ভন্দুরচর গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৩),বুলু মিয়া (৫২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)। আর আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামের শহিদুল ইসলামগং এবং প্রতিবেশি রব্বানীগংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমি দখলের জেরে আজ দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ জানান, তিনজনকে নিহত অবস্থা এখানে আনা হয়েছিল। আর আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার সাহা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন