জমিয়তে উলামায়ে ইসলামের দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার

চাটগাঁ নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনী পথে অন্য দলকে বেছে নেওয়ায় সংগঠনটি বহিষ্কার করেছে দুই গুরুত্বপূর্ণ নেতাকে—মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদীকে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নূরে আলম হামিদীকে দলের সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর জমিয়তের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে ইসলামের এই দুই নেতা এরই মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। এর মধ্যে মাওলানা নাসির উদ্দিন মুনির চট্টগ্রামের হাটহাজারী আসন থেকে এবং মাওলানা নুরে আলম হামিদী মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসন থেকে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীসহ ১০ দলের যে আসন সমঝোতার আলোচনা চলছে সেখানে এই দুই প্রার্থীও সমর্থন পেতে পারেন বলে আলোচনায় রয়েছে।

মাওলানা নাসির উদ্দিন মুনির হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি হেফাজতে ইসলামেরও কেন্দ্রীয় নেতা। আর মাওলানা নুরে আলম হামিদী মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল। তিনি লন্ডন প্রবাসী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top