লোহাগাড়ায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্কঃ লোহাগাড়ায় জমিতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে সামশুল আলম (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়ন ২নং ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় জমিতে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়। কৃষক সামশুল আলম ওই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার পুত্র ও ৮ সন্তানের জনক বলে জানা গিয়েছে।

বৃদ্ধের ভাতিজা ইলিয়াছ চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৭টার দিকে বসতঘর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মরিচ ক্ষেতে কাজ করতে যান এবং দুপুর ১২টার দিকে ফিরে আসেন কৃষক সামশুল আলম। কিন্তু আজ নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় তার স্ত্রী ক্ষেতে খোঁজখবর নিতে যান। এ সময় ক্ষেতে গিয়ে দেখতে পান তার মরদেহটি সেখানে পড়ে আছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে তার।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুল মাবুদ চাটগাঁ নিউজকে বলেন, ক্ষেতে কাজ করতে গিয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। তীব্র গরমে হিট স্ট্রোক করে বৃদ্ধ মারা গেছেন বলে ধারণা করছি।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top