জমজমাট চাকসু নির্বাচনের প্রচারণা, প্রার্থী ৯০৮ 
ভিপি পদে ২৪, জিএস পদে ২২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যারা আজ থেকে শুরু করেছেন প্রচার প্রচারণা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এরপরেই কোমর বেধে নেমে পড়েন প্রার্থীরা। স্ব স্ব ব্যালট নাম্বার জানিয়ে দিয়ে চাইছেন ভোট ও দোয়া।

এদিকে চাকসুর ওয়েবসাইটের তথ্যমতে, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে ২৪ জন , জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে ১৫ জন, দফতর সম্পাদক পদে ১৭ জন, সহ-দফতর সম্পাদক পদে ১৪ জন, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১১ জন।

গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৯ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২০ জন ও নির্বাহী সদস্য পদে ৮৫ জনসহ মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছাত্র এবং ছাত্রী হলগুলো থেকে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন  জানান, ‘আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। এখন শুধু নির্বাচন বাকি। আমরা আশা করি, সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব।’

বিস্তারিত সিপ্লাস টিভিতে…………………………..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top