জব্বারের বলী খেলা আয়োজনে ১১ সদস্যের আহবায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৬তম আসর আায়োজন উপলক্ষে ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একইসাথে বিলুপ্ত করা হয়েছে পূর্বের কমিটি।

কমিটির আহবায়ক করা হয়েছে ক্রীড়া সংগঠক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমানকে  ও আবদুল জব্বারের ছেলের ঘরের নাতি শওকত আনোয়ার বাদলকে করা হয়েছে সদস্য সচিব।

এ উপলক্ষে আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে লালদিঘীর চসিক লাইব্রেরী মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। বলী খেলা উপলক্ষে আগামী ২২ এপ্রিল একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা  গেছে।

সভায় কমিটির আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব শওকত আনোয়ার বাদল, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, সাংবাদিক চৌধুরী ফরিদ, সাংবাদিক শাহনেওয়াজ রিটনসহ আবদুল জব্বারের পরিবারের সদস্য, স্থানীয় মহল্লা কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ

Scroll to Top