জব্বারের বলী খেলায় তারকার মেলা

নিজস্ব প্রতিবেদক : এবারের জব্বারের বলী খেলায় অভিনেতা মোশাররফ করিমসহ প্রায় ১০ জন তারকা এসেছেন। রথ দেখার পাশাপাশি কলাও বেচার পরিকল্পনা নিয়ে তারকাদের এই দলটি চট্টগ্রাম এসেছেন। জব্বারের বলী খেলার মঞ্চে একটি সিনেমার শুটিং করার জন্য মূলত এই দলটি লালদিঘীর বলী মঞ্চে হাজির হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) বলী খেলার মূল পর্ব শুরু হওয়ার আগে দুপুর ২টার দিকে মাঠে তারকারা প্রবেশ করেন। এসময় তারা সেখানে সিনেমার শুটিং শুরু করেন। পরবর্তীতে দলটি মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা গেছে।

জব্বারের বলী খেলা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনয় শিল্পী মোশাররফ করিম বলেন, জব্বারের বলী খেলার ১১৬তম আসর-এটি বিষ্ময়কর। কুস্তি খেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হতো। আমাদের পুরোনো ঢাকায়ও একসময় চর্চা হতো। অনেক জায়গায় এখন নেই। চট্টগ্রাম সেটিকে ধরে রেখেছে। আমি এবার প্রথম জব্বারের বলী খেলায় এসেছি। চট্টগ্রাম আমার খুব ভাল লাগে। শুটিংয়ের কাজে আমি আগেও চট্টগ্রামে এসেছি। কর্ণফুলী নদী, পাহাড়সহ বিভিন্ন জায়গায় গিয়েছি। এক কথায় চট্টগ্রাম চমৎকার।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top