চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ায় ৬ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে আন্দরকিল্লা থেকে বের হওয়া শোভাযাত্রা থেকে প্ল্যাকার্ডসহ তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালীন সময়ে কয়েকজন তরুণ ‘চিন্ময়ের মুক্তি চাই’ বলে স্লোগান দেন। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলাবাহিনী তাদের হেফাজতে নেয়। তাদের কাছে ‘চিন্ময়ের মুক্তি চাই’ লেখা সম্বলিত প্লাকার্ডও ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
তিনি বলেন, চিন্ময় দাসের মুক্তি চেয়ে লেখা প্ল্যাকার্ডসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান চিন্ময়ের ভক্তরা। তবে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
গত ৩০ এপ্রিল ওই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। কিন্তু জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে তার মুক্তি আটকে যায়।
চাটগাঁ নিউজ/জেএইচ