জন্মাষ্টমীতে চট্টগ্রামে ৪ দিনের উৎসব, শনিবার শোভাযাত্রা

চাটগাঁ নিউজ ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে চট্টগ্রামে চারদিনের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমীর মহাশোভাযাত্রার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নগরীর রহমতগঞ্জের কার্যালয়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উপদযাপন পরিষদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক রুপলাল দাশ রুপু জানান, শুক্রবার (১৫ আগস্ট) থেকে জন্মাষ্টমীর চারদিনের অনুষ্ঠানমালা নগরীর যাত্রা মোহন (জেএম) সেন হলে শুরু হবে। এদিন সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা ও বিকেলে সনাতনী কনসার্টের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় বের হবে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালী, নিউমার্কেট, তিনপোল, বোস ব্রাদার্স, ডিসি হিল, চেরাগি পাহাড় হয়ে জেএম সেন হলে এসে শেষ হবে। একই ভেন্যুতে দুপুর থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে যুব সম্মেলন, মাতৃ সম্মেলন ও ধর্মমহাসম্মেলন হবে। এসব আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা উপস্থিত থাকবেন।

এরপর রোববার ও সোমবার দু’দিন চলবে মহানাম সংকীর্ত্তন। প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে বিতরণ করা হবে মহাপ্রসাদ।

সংবাদ সম্মেলনে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা বন্ধ করা, বিগত সরকারের আমলে ডিজিটাল সিকিউরিটি আইনের সনাতন সম্প্রদায়ের মানুষের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচারে দ্রুত ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিদ্যালাল শীল, চন্দন দাশ, পরেশ চৌধুরী, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম সম্পাদক রবিশংকর আচার্য, অর্থ সম্পাদক রতন আচার্য, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, মহানগরের সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, উত্তর জেলার সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top