জনবান্ধব ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করুন – হুইপ কমল

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার নেতৃবৃন্দের পুনর্মিলনীর প্রস্তুতি সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন-জনবান্ধব ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে সকলের প্রতি তিনি আহবান জানান।  জাতীয় সংসদ নির্বাচনে রামুতে আওয়ামী লীগের যে সমস্ত দায়িত্বশীল নেতারা নৌকার বিরোধীতা করেছিলো তাদের বয়কট করতে হবে।

তিনি আরও বলেন, এমন ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে, যিনি ইতিপূর্বে সততা, ন্যায় বিচারক হিসেবে জনমনে প্রসংশিত হয়েছেন। ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো মানুষের ভালোবাসা অর্জন করে দু‘বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি আগামীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তাঁর মতো জনবান্ধব ব্যক্তিকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে সকলের প্রতি তিনি আহবান জানান।  আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে।

শুক্রবার (৫ এপ্রিল) রামু নেতৃবৃন্দের পুনর্মিলনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রামুবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা পরিষদের সদস্য ফরিদুল আলম চেয়ারম্যান, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম।

রামু উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আনচারির পবিত্র কোরআন তিলাওয়াত ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আনচারুল হক ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মাওলানা আবুল ফয়েজ আনচারী।

এতে প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম কবির, রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হক, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সও, সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, চাকমারকুলের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুলের চেয়ারম্যান মফিজুর রহমান, রশিদনগরের চেয়ারম্যান এমডি শাহ আলম চেয়ারম্যান, গর্জনিয়ার চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী, রশিদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ বাবুল, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন,।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোছাইন আহম্মদ আনচারি, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা বখতিয়ার আহমদ, ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানি, রফিকুল আলম কোম্পানি, জামাল হোসেন কোম্পানি, রামু স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুবলীগের সহ-সভাপতি সাংবাদিক নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাশেদ আলী, সৈনিক লীগ সভাপতি মিজানুল হক রাজা, ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top