জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে: শারমিন জাহান

কাপ্তাই প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান বলেন, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তাই জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে। তথ্য হলো একটি পাওয়ার। তথ্য জানার অধিকার নিশ্চিত হলে জনগণের চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

তিনি মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জণগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন-২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিনের সঞ্চালনায় এসময় তথ্য অধিকার আইন নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

চাটগাঁ নিউজ/ঝুলন দত্ত/এমকেএন

Scroll to Top