জনগণের রায় নিয়ে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতাই আসবে: বদিউল আলম

পটিয়া প্রতিনিধি: বিএনপি-জামাতের অবৈধ অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে এবং দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনকে স্বাগত জানিয়ে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ পটিয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম এর নেতৃত্বে দিনব্যাপী শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়।  সমাবেশ শেষে দুপুরে পটিয়া পোস্ট অফিস থেকে উপজেলা চত্বর স্বাগত র‌্যালী বের করেন। সমাবেশের পূর্বে পোস্ট অফিস এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ পটিয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম।

বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী, নোমান সরওয়ার দুলাল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোখতার আহমদ আরিফ, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফজল আহম্মদ দৌলতী, সুজন বড়ুয়া, আবু ছৈয়দ লালু, নবী হোসেন, রিটন বড়ুয়া, হাসান শরীফ, মামুন উদ্দিন, শ্রমিক লীগ নেতা জমশেদুল হক, খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা অধ্যাপক আজিজুল হক মানিক, সাইফুল ইসলাম শাহীন, সিদ্ধার্থ বড়ুয়া, সাইফুল ইসলাম, সালাউদ্দীন ইমরান, সাইফুল আজম রুনেল, আবু তৈয়ব, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম জুয়েল, মাসুদুল ইসলাম, ছৈয়দ নুর, মোঃ সাইফু, আবদুর শুক্কুর, টিপু বিশ্বাস, মোঃ আসাদ, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন, নুরুল ইসলাম রুবেল, জাহেদ, বাবু সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

মুহাম্মদ বদিউল আলম বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। দেশি-বিদেশি যেকোনো অপশক্তির সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রীর হবেন ইনশাল্লাহ। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Scroll to Top