জনগণকে ক্ষমতায় নিতে চায় বিএনপি: আবু সুফিয়ান

চাটগাঁ নিউজ ডেস্ক: পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নবনির্বাচিত নেতারা আজ রোববার (২২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় সুফিয়ান বলেন, বিএনপি নেতাকর্মীদের পাওয়ার বা হারানোর কিছু নেই। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই। আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।

নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রমিক-কর্মচারীদের অধিকার নিয়ে কাজ করবে। তারা শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা, বোনাস, পদোন্নতিসহ সব দাবি আদায়ে সচেষ্ট থাকবে বলে আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আবচারুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্যরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top