চাটগাঁ নিউজ ডেস্ক : সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলায় জামায়াতের নেতাকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (৯ মে) বিকেলে জঙ্গল সলিমপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে তাঁর নিজ ঘর থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় স্থানীয়রা প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ওই এলাকা জঙ্গল সলিমপুরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করে। একই সময়ে অন্যান্য জামায়াত নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়।
এদিকে এই ঘটনায় আহত উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বলেন, জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা শান্তিপূর্ণভাবে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের উপর অতর্কিতভাবে হামলা এবং তাদের ছোঁড়া গুলিতে জামায়াত নেতা মো. আলী হোসেন ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। আহত হন আরও ৮ জন জামায়াত নেতাকর্মী। পরে আমাদের নেতাকর্মীসহ কয়েকজনকে সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, এই ঘটনায় অবরুদ্ধ জামায়াত নেতাকর্মীদের উদ্ধার করা হয়েছে। আর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ