চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাবের লুট হওয়া চার পিস্তল উদ্ধার হয়েছে। বুধবার এ তথ্য জানায় পুলিশ। তবে র্যাবের কর্মকর্তা হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, র্যাবের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় নুরুল আলম মনা নামে এক যুবককে আহত অবস্থায় সোমবারই উদ্ধার করে পুলিশ। সে একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি। বর্তমানে ওই যুবক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
গত মঙ্গলবার র্যাব মহাপরিচালক জঙ্গল সলিমপুরে গিয়ে র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাস নির্মূলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু করার কথা বললেও তা শুরু হয়নি। পুলিশ জানিয়েছে, যে কোনো সময় এ অভিযান শুরু হতে পারে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা জানান, গত সোমবার বিকেলে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা নিহত হন। অপর তিন সদস্যকে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। এ সময় র্যাব সদস্যদের চারটি পিস্তল নিয়ে যায় সন্ত্রাসীরা। ওই রাতেই সোর্সের মাধ্যমে একটি নির্জন স্থান থেকে পিস্তলগুলো উদ্ধার করা হয়। লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া র্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।
এদিকে, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হাতে র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপি নেতাকর্মী কারোই কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী। গত মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাটগাঁ নিউজ/এসএ






