বিনোদন ডেস্ক: গেল বছর নিজের জন্মদিনে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে ‘জংলি’ নামে নতুন ছবির ঘোষণা দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত বছর কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে নতুন বছরের প্রথমদিন সিয়াম জানিয়ে দিলেন, চলতি বছর সিনেমা হলে আসছে ‘জংলি’।
সিয়ামের কথা মতোই চলে এলো ‘জংলি’ মুক্তির ঘোষণা। সিয়াম তার ফেসবুকে ‘জংলি’র প্রথম অফিসিয়াল ফার্স্ট লুক শেয়ার করে জানিয়েছেন, ‘জংলি আসছে ঈদুল ফিতরে’। অর্থাৎ আসছে রোজার ঈদেই বড়পর্দায় দেখা যাবে সিয়াম অভিনীত বহুল প্রতীক্ষিত এই ছবিটি। ‘জংলি’তে সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও দীঘি।
‘জংলি’র ফার্স্ট লুকে সিয়ামকে দেখে অবাক সবাই। অল্প সময়ের মধ্যেই শোবিজ অঙ্গনে পোস্টারটি সাড়া ফেলেছে। কারণ সিয়ামকে দেখা যাচ্ছে একেবারেই ভিন্ন একটি লুকে। মুখে ক্ষতচিহ্ন, জিহ্বা দিয়ে রক্ত ঝরছে অবিরত, এই সিয়ামের হিংস্র চাহুনী দেখলে গা শিওরে ওঠে!
‘জংলি’ মুক্তির ঘোষণার মধ্য দিয়ে আবারও ঢালিউডের বাজার গরমের আভাস পাওয়া যাচ্ছে। কারণ একই দিনে মুক্তি পাওয়ার কথা শাকিব খানের ‘বরবাদ’ ও আফরান নিশোর ‘দাগী’। এ সময়ের শীর্ষ তিন নায়কের সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়া মানে বোঝাই যাাচ্ছে, বক্স অফিসের লড়াইটা দেখার মতো হবে।
এদিকে, ‘জংলি’ সিনেমার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন সিয়াম আমহেদ। তাই ‘জংলি’র চরিত্রটা গেল এক বছর আগলে ধরে রেখেছেন তিনি। চরিত্র হয়ে উঠতে চেষ্টার কোনো কমতি রাখেননি এই নায়ক। থার্টি ফার্স্ট নাইটে সিয়াম ফেসবুকে লেখেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা। পরিচালনার দায়িত্বে আছেন এম রাহিম। এতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সব কিছুই আগে। বলা চলে, পুরাদস্তুর কমার্শিয়াল সিনেমা। সিনেমার শুটিং শেষে ভারতে পোস্ট প্রডাকশনের কাজও শেষ। চমক নিয়ে আসবে ‘জংলি’ যা চলতি বছর সিনেমা হলে দেখা যাবে বলে জানালেন সিয়াম।
এর আগে সিয়ামকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা ‘শান’ বানিয়েছিলেন এম রাহিম। ‘জংলি’তেও সেই ধারা অব্যহত রেখেছেন নির্মাতা। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
চাটগাঁ নিউজ/জেএইচ