ছোট সাজ্জাদকে নিয়ে পুলিশের ‘সন্ত্রাসবিরোধী’ মহড়া

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ। তাকে নিয়ে পুলিশের গাড়ির বহর বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। চলছে সচেতনতামূলক কাউন্সেলিং।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ৬ এপ্রিল কারাবন্দি ছোট সাজ্জাদকে আদালতে হাজির করা হয়। আদালত বাকলিয়া থানার এক্সেস রোডে জোড়া খুন মামলায় তাকে শ্যোন এরেস্ট ও চান্দগাঁও থানার ব্যবসায়ী তাহসীন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডের নির্দেশ দেয়।

এরপর একই দিন গভীর রাতে ছোট সাজ্জাদকে নিয়ে রাউজানের কদলপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় মহড়া চালানো হয়। পুলিশের ধারণা, চট্টগ্রামের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, বাকলিয়া ও রাউজান থানা এলাকায় ছোট সাজ্জাদ তার বাহিনী নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

একই পরিকল্পনার অংশ হিসেবে আজ সোমবার (৭ এপ্রিল) ছোট সাজ্জাদকে নিয়ে বায়েজিদ থানাধীন অক্সিজেন, নয়াহাট, কুয়াইশসহ সংশ্লিষ্ট এলাকায় মহড়া দেয় পুলিশ। এসময় পুলিশের গাড়ি বহর ছোট সাজ্জাদকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। ছোট সাজ্জাদকে দেখতে রাস্তায় রাস্তায় শত শত উৎসুক জনতা ভিড় করে।

সাজ্জাদকে নিয়ে মহড়ার সময় বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান হ্যান্ডমাইক নিয়ে সন্ত্রাস বিরোধী প্রচারণা চালান।

তিনি বলেন, সন্ত্রাসী যে-ই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। সন্ত্রাসীর ব্যাপারে সরকারের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। এলাকায় যেখানে সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর ডাকাত দেখবেন সাথে সাথে পাকড়াও করে পুলিশকে খবর দেবেন। আপনাদের তথ্য, সহযোগিতা পেলে আমরা সকল অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।

মহড়ায় চান্দগাঁও থানা, বায়েজিদ বোস্তামি থানা, নগর পুলিশের গোয়েন্দা বিভাগ, সোয়াত টিম, বিশেষ ফোর্সসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top