চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বাকলিয়ায় আলোচিত ইমরান হত্যার প্রায় তিন বছর পার হলেও খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি অভিযোগ করেছেন তার মা আছিয়া বেগম। তিনি বলেছেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। তাদের হুমকিতে একমাত্র কন্যাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ইমরান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি নগরের রসুল বাগের বাসা থেকে ইমরানকে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর তার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে জোর করে দুই লাখ টাকা তুলে নেয়। পরে পরিকল্পিতভাবে ইমরানকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর আসামিরা মোটা অঙ্কের টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে।
আছিয়া বেগম আরও বলেন, কয়েক জন আসামিকে ধরেও ছেড়ে দেওয়া হয়। এক পর্যায়ে ডিবি পুলিশ আসামিদের বাদ দিয়ে মামলার চার্জশিট না দিনে ফাইন্যাল রিপোর্ট দিয়ে দেয়। আমার নারাজির প্রেক্ষিতে আদালত মামলাটি পুনতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। প্রায় একবছর পার হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। একজন আসামিকেও গ্রেপ্তার করেনি পিবিআই।
সংবাদ সম্মেলনে ইমরানের বোন জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ