চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাহেদ হত্যার প্রধান আসামি বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) দ্বিতীয় স্ত্রীসহ সিলেট দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে র্যাব-৭ ও পুলিশ।
এই তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরের চান্দগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান স্যার বিস্তারিত ব্রিফিং করবেন।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদ নিজ বাড়িতে বাবার হাতে খুন হন। বাবা নুরুজ্জামান দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসার খবর পেয়ে বুধবার বিকেলে শহরের ভাড়া বাসা থেকে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বাড়িতে গেলে ওইখানে যাওয়ার পরপরই নুরুজ্জামান তার স্ত্রী কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলে। তখন খুন হওয়া ছেলে সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি মেরে দেয় বাবা মো. নুরুজ্জামান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর মা কামরুজ্জাহান বাবা নুরুজ্জামানকে প্রধান আসামী করে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
চাটগাঁ নিউজ/এসএ