ছুটির দিনেও চলবে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও অর্থ্যাৎ শুক্রবার-শনিবারেও চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম সচল থাকবে।

বিষয়টি আজ বৃহস্পতিবার (১০ জুলাই) নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃপক্ষ।  তারা জানায়, আগামী শুক্রবার ও শনিবার (১১ ও ১২ জুলাই) দেশের সকল কাস্টম হাউসে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

এছাড়া বুধবার (১০ জুলাই) এনবিআরের কাস্টমস নীতি শাখার প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান স্বাক্ষরিত এক নির্দেশনাতেও এ তথ্য জানা গেছে।

যেখানে বলা হয়েছে, এসকুয়া ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে সম্প্রতি পণ্যচালান ছাড়প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে সাপ্তাহিক ছুটির দিনেও কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে দেশের সব কাস্টমস হাউসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেন ব্যবসায়ীরা নিরবচ্ছিন্নভাবে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চালাতে পারেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top