রাউজান প্রতিনিধি: ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন কেউ ন্যাসাৎ করতে না পারে তাই সকলকে সজাগ থাকতে বলেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ কেউ নিরাপদে ছিলেন না। এমনকি আওয়ামী লীগের নেতাও নিরাপদে ছিলেন না।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) রাউজান উপজেলার জিয়া বাজার, মগদাইর ও কাগতিয়া বাজারে সর্বকালের সর্বনিকৃষ্ট স্বৈরাচারের পতনে ও সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তির সমাবেশে এসব কথা বলেন।
এসব সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা এম এ হালিম, অধ্যাপক মোহাম্মদ জসীম চৌধুরী, আনোয়ার হোসেন, শামশুল হক বাবু, হাছান মো. জসীম, আবু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজদ্দৌল্লা, এমদাদ হোসেন, শারফাত উল্লাহ বাবুল, আবু তাহের।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম, নুরুল হূদা, হাজী আব্দুল মান্নান, নুরুল আবছার বাবুল, আইয়ুব খান জনি, আনোয়ার হোসেন, মো. খোকন সহ আরো অনেকেই।
প্রতিটি সভায় দলীয় নেতাকর্মীছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ ১৮ বছর পরে অনেকেই সভা উপলক্ষে রাউজানের মাটিতে পা রাখেন। একেকটা সভা বিএনপির নেতাকর্মীদের কাছে ঈদোৎসবে পরিণত হয়।
চাটগাঁ নিউজ/জয়নাল/এআইকে