পড়া হয়েছে: ৯১৪
চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে গুলি করে হত্যার অভিযোগে পেশাদার অস্ত্রধারী খুনি তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদকে (৩২) গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সিএমপি’র এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানা গেছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মোঃ তারেক আজিজ।
গ্রেফতার তৌহিদুল ইসলাম প্রকাশ হরি তৌহিদ প্রকাশ ফরিদ, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শমশের পাড়ার বড় পুকুর পাড় এলাকার মনু সওদাগরের বাড়ির সেকান্দরের ছেলে।
সিএমপি সূত্রে আরও জানা যায়, চান্দগাঁও থানায় ৫টি হত্যা মামলাসহ সর্বমোট ১২টি মামলার আসামি ফরিদ।
চাটগাঁ নিউজ/জেএইচ