ছাত্রী হলে ভিডিও ধারণের অভিযোগে টিকটকার আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবাসিক ছাত্রী হলে ঢুকে ছাত্রীদের ভিডিও ধারণ করার অভিযোগে আবদুর রহিম (২০) নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত ঐ যুবক বর্তমানে প্রশাসনের জিম্মায় আছে।

শনিবার (২ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

জানা যায়, বর্তমান সময়ে অনেক টিকটকারদের মতো বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে নেট দুনিয়ায় আপলোড করেন আবদুর রহিম। মেয়েদের নিয়ে বানানো ভিডিও কন্টেন্টের চাহিদা বেশি। লাইকার বেশি, কমেন্টস বেশি, ভিউয়ারও বেশি। আর বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভিডিও দিয়ে টিকটক হলে তার চাহিদা আরো বেশি। এই লোভে টিকটকার আবদুর রহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলে নিরাপত্তা প্রহরীর অনুপস্থিতিতে ঢুকে গোপনে ভিডিও ধারণের চেষ্টা চালায় । তবে খুব বেশি সফল হতে পারেনি। পরে হলের ছাত্রীদের কাছে সে ধরা পড়ে। এ সময় তার কাছ থেকে মোবাইলের ৯টি সিম উদ্ধার করা হয়েছে।

শেখ হাসিনা হলের ছাত্রীরা জানায়, হলের নিরাপত্তা প্রহরী পানির মোটরের সুইচ অন করতে গেলে সুযোগ বুঝে হলের ভেতরে ঢুকে পড়ে আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে শার্টের পকেটে ক্যামেরা অন করে রেখে ভিডিও ধারণ করতে থাকে। ওই সময়ে হলের কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করার একপর্যায়ে ভিডিও করার বিষয়টি ধরা পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেয়া হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, নিরাপত্তা প্রহরীর অনুপস্থিতিতে আবদুর রহিম নামে ঐ বহিরাগত হলে ঢুকে পড়ে। তবে জিজ্ঞাসাবাদে সে জানায় এটি যে ছাত্রীদের হল তা জানা ছিলনা তার। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে যাই এবং ওই যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে অভিযুক্ত যুবকের মা-বাবার তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার কাছ থেকে হলের ছাত্রীদের নিয়ে কোন ভিডিও পাওয়া যায়নি।

আবদুর রহিম নোয়াখালীর একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। দ্বাদশ শ্রেণির একজন ছাত্র হলে ঢোকার সময় গেইটে হলের নাম পড়তে পাড়েননি। বা পড়তে জানেন না- বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সহকারী প্রক্টর এই ব্যাপারে তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ

Scroll to Top