ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়া সেই যুবদল নেতা বহিস্কার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়া সেই নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম (খাজা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সদ্য বিলুপ্ত নগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হইবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি বিকেলে খুলশী থানার আমবাগান শহীদ মিনার এলাকায় হাতেনাতে মোশারফ হোসেন অভি নামে ছাত্রলীগের এক কর্মীকে ধরে ফেলেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আটকের পরেও ওই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টু। যা নিয়ে একইদিন রাতে সিভয়েস২৪ ‘ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করলেন যুবদল নেতা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত করেছিল।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top