ছাত্রলীগ করার অভিযোগে ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

মহসিন কলেজ

চাটগাঁ নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দু’জন কলেজে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত একদল শিক্ষার্থী তাদের আটক করে। পুলিশ পরে তাদের  চকবাজার থানায় নিয়ে যায়।

আটক দুই শিক্ষার্থী হলেন— তানজিল হাসান রবি ও ইসরাত জাহান। দু’জনই মহসিন কলেজের ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে তানজিল হাসান রবি ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম সম্পাদক বলে জানা যায়।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের দুই সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে একজন মেয়েও আছেন। তারা এখনও থানায় আছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। এরপর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহসিন কলেজ শাখার প্রধান সমন্বয়ক এ জি এম বাপ্পি বলেন, ঘটনাটি জানার পরপরই আমি সেখানে যায়। তাদের দু’জনকেই আমি চিনি। তারা সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করত। সাধারণ শিক্ষার্থীদেরকে আমি তাদের ওপর চড়াও হতে দেয়নি। তাদের আমি উদ্ধার করে সিকিউরিটি বক্সে রেখে পুলিশকে কল দেই। এরপর পুলিশ এসে তাদের নিয়ে যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top