চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কারের আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০০ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে ১৮২ জন ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি রয়েছেন।
সোমবার (১৫ জুলাই) আহতের তথ্য জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল্লাহ সালেহীন অয়ন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্মকর্তা। তিনি বলেন, ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত ১৮২ শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। কিছুক্ষণ পর পরই শিক্ষার্থীরা আসছেন।
আহতরা জানান, বিজয় একাত্তর হল, শহীদুল্লাহ হল, জিয়া হল, বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের হামলায় তারা আহত হয়েছেন। আহতদের কারো মাথায় আঘাত লেগেছে। কারো শরীরে বা হাত পা কেটে গেছে। পেটে ও পিঠে জঘমের চিহ্নও দেখা যায়। নারী ও পুরুষ উভয়ই আহত রয়েছেন।
আব্দুল্লাহ সালেহীন অয়ন বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের প্রায় ৪ শত মতো বন্ধু ও বান্ধবী আহত হয়েছে। তাদের অনেকেই হসপিটালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো বাচ্চু মিয়া বলেন, এক থেকে দেড়শত জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে কেউ ভর্তি নেই বলে জানান বাচ্চু মিয়া।
চাটগাঁ নিউজ/এআইকে