চাটগাঁ নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৭ জুলাই) অস্ত্র ও বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনে সাড়া দিয়ে এ আদেশ দেয়া হয়।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ককটেল, পেট্রোল, লাঠি ও দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় রাজধানীসহ বিভিন্ন স্থানে ৬ জন নিহত হওয়ার রাতেই বিএনপি কার্যালয়ে এই অভিযান চালানো হয়।
অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, অভিযানে শতাধিক ককটেল, ৫-৬ বোতল পেট্রোল, ৫ শ’র বেশি লাঠি ও দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে।
তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকে টার্গেট করে একটি গ্রুপ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণসহ পুরো শহরে অরাজকতা তৈরি করছে। সরকার উৎখাত করতেই কোটা আন্দোলনে তারা ঢুকে পড়েছে।
চাটগাঁ নিউজ/এআইকে