ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যের পতন শুরু হয়েছে

চাটগাঁ নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যের পতন শুরু হয়েছে। একটি বৈষম্যহীন সমাজ মানেই হলো সমাজকে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালনা করা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া বৈষম্যহীন সমাজ গঠন অসম্ভব। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্র কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে না ততদিন পর্যন্ত দেশে বৈষম্য চলতেই থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।

তিনি বলেন, যারা দুর্নীতি করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে তাদের বহাল রেখে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বৈষম্যহীন করা সম্ভব নয়। তাই রাসূল (স.)’র সীরাতকে ধারণ করে ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের মাধ্যমে কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।

আ ন ম শামসুল ইসলাম আরো বলেন, ভালো কাজের প্রতিযোগিতা করতে হয়। এখন আমরা মন্দ বা গর্হিত কাজের প্রতিযোগিতায় লিপ্ত। ভালো কাজের প্রতিযোগিতা দিয়ে কোরআন সুন্নাহর কাজকে এগিয়ে নিতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দীন শিকদার।

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, প্রমুখ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top