ছবি দিয়ে বিয়ের খবর জানালেন রাফসান-জেফার

বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। ঘনিষ্ঠজনরা জানান, আজ সকালে তাদের গায়ে-হলুদের আয়োজন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই বিয়ের ফটোশুটের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাফসান। সেই যৌথ পোস্টের ক্যাপশনে সবার কাছে আশীর্বাদ কামনা করে তিনি লিখেছেন, ‘বন্ধুবান্ধব, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা ঘিরে আমাদের যাত্রা শুরু করেছি, আপনাদের আশীর্বাদ কামনা করছি।’

তারা আরও লিখেছেন, ‘আজ আমরা আমাদের জীবনকে একসুতোয় গেঁথেছি এবং একসঙ্গে সুন্দর একটি অধ্যায়ে পা রাখছি।’

শোবিজে এই তারকাযুগলের প্রেমের গুঞ্জন ছিল বছর দুয়েক ধরেই! যদিও মুখ ফুটে কখনও বলেননি। সেই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ জোর গুঞ্জন উঠে- বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জেফার রহমান ও রাফসান সাবাব। জানান, আজ বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অবশেষে আজ দুপুরেই রাফসান প্রকাশ্যে আনলেন একগুচ্ছ বিয়ের ছবি। যেখানে জেফার সেজেছেন গোলাপি বেনারশিতে, আর রাফসানের পরনে প্রিন্স কোট।

জানা যায়, জেফার ও রাফসানের বন্ধুত্ব বহুদিনের। সেই বন্ধুত্ব থেকেই একে-অপরকে জানাশোনা, আর সেই জানাশোনার পরিণতিতেই এবার বিয়ের সিদ্ধান্ত।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top