চ্যাটজিপিটি হবে গুগল অ্যাসিস্ট্যান্টের বিকল্প ব্যবস্থা

চাটগাঁ নিউজ ডেস্কঃ মডেলভিত্তিক একটি এআই চ্যাটবট হলো চ্যাটজিপিটি ল্যাঙ্গুয়েজ। যদিও এর আগে মাইক্রোসফটের কর্টানা ও অ্যামাজনের অ্যালেক্সা অ্যান্ড্রয়েডের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে। তবে কোনোটিই গুগল অ্যাসিস্ট্যান্টের আধিপত্য কমাতে পারেনি। এবার চ্যাটজিপিটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এ হিসাব বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপটির সবশেষ সংস্করণে গুগল অ্যাসিস্ট্যান্টের অনুরূপ ভয়েস ইনপুট দেয়ার ফিচার দেখা গেছে।

চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে

প্রথমে গুগল প্লে স্টোরে চ্যাটজিপিটি অ্যাপ টাইপ করুন। এরপর ওপেনএআইয়ের লোগোসহ একটি অ্যাপ দেখতে পাবেন।
অ্যাপটি ইনস্টল করার পর আইডি পাসওয়ার্ডের সাহায্যে লগইন করার পর অ্যাপটিতে গুগলের সাহায্যে রেজিস্ট্রেশন করুন।
তবে যারা এর আগে ব্যবহার করেছে তারা পুরোনো অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারবেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top