চেক মামলায় কারাগারে মান্নানের স্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক : চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সংসদ সদস্য বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন।

জানা যায়, চেক ডিজঅনার মামলায় (নম্বর- ৩৩৯৮/২৩) সিআর মামলা নম্বর- ৯৮৫/২০ (ডবলমুরিং) ধারা-এনআই অ্যাক্টের-১৩৮ আসামি উম্মে কুলসুমা মান্নান। এই মামলায় আদালত রায় দিয়েছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদ হোসেন বলেন, চেক ডিজঅনার মামলায় দণ্ডিত আসামি উম্মে কুলসুমা মান্নান। মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। রায়ের আপিলের মেয়াদ শেষ হয়ে গেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top