নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় হারমনি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াসিউল হক চৌধুরীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ বেগম আফরুজা খাতুন এই রায় দেন। রায়ে চেকের সমপরিমান পাঁচ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ওয়াসিউল হক চৌধুরী নগরের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর সোসাইটির বাসিন্দা আইনজীবী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ছেলে।
কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মামুনুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আসামি একজন আবাসন ব্যবসায়ী। আসামী ফ্ল্যাটের বুকিং মানা ফেরত প্রদানের অংশ হিসেবে বাদী ফরিদ হাসান ও তার অপর সহোদর ভাইদেরকে মোট তেত্রিশ লাখ টাকার বিপরীতে ১১টি চেক প্রদান করেন। এসব চেকের মধ্যে নয়টি চেকটি চেক ডিসঅনার হয়। উক্ত নয়টি চেক ডিসঅনার হওয়ায় আসামীর বিরুদ্ধে বাদী পক্ষ ৯টি পৃথক মামলা দায়ের করেন। আজকে একটি মামলার রায় হয়। রায়ে আসামীকে পাঁচ মাসের কারাদন্ড ও পাঁচ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
চাটগাঁ নিউজ/এআইকে