পড়া হয়েছে: ৫৮
চাটগাঁ নিউজ ডেস্কঃ বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে চুল নিয়ে যতো কারবার। মেয়েদের লম্বা চুল পছন্দ অমিতাভের। আর তাই বাড়ির মেয়েরা চুল কেটে ছোট করলে খুব বিরক্ত হতেন এই অভিনেতা।
সম্প্রতি তার নাতনি নভ্যা নন্দা বলেছেন, মেয়ে হোক বা নাতনি, বাড়ির মেয়েরা চুল কাটতে চাইলে বারণ করতেন অমিতাভ। চুল কেটে ছোট করার কারণে মেয়ে শ্বেতাকে বকাও দিয়েছিলেন অভিনেতা।
শ্বেতা বলেন, ছোট থেকেই ছোট চুল রাখতে ভালোবাসতাম। নভ্যা বলেন, হ্যাঁ দাদুর এটা পছন্দ ছিল না। শ্বেতা পাল্টা বলেন, হ্যাঁ উনি এমনটি মোটেও পছন্দ করতেন না। নাতনির দাবি, আমি যখন চুল কাটতাম উনি রেগে যেতেন। বলতেন, কেন করলে এটা? উনি এটা ঘৃণা করেন। মেয়েদের লম্বা চুল তার পছন্দ।
চাটগাঁ নিউজ/এসবিএন