চুরি ঠেকাতে নিরাপত্তা জোরদারে যেসব সুপারিশ দিল তদন্ত কমিটি

বাংলাদেশ রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম লোকসানি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে। বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ উদ্বেগে আছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সম্প্রতি চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয়ের গোডাউন থেকে ৫৮ লাখ টাকার কেবল চুরির ঘটনার পর থেকেই এই উদ্বেগ যেন আরও বেড়েছে। এছাড়া মাদারবাড়ি ও বন্দর এরিয়ার সিজিপিওয়াই স্টেশনগুলোতে নিরাপত্তার অভাবে নিত্য চুরি হচ্ছে রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল যা কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়। এতেও সমালোচনার মুখে পড়ে রেলওয়ে কর্তৃপক্ষ।

এসব বিষয় আমলে নিয়ে নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। যে কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে আটটি সুপারিশ বাস্তবায়নে তাগিদ দিয়েছে।

তদন্ত কমিটি বলছে, রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এর দ্রুত সংস্কার প্রয়োজন।

৫৮ লাখ টাকার কেবল চুরির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট থেকে জানা যায়, চোর-চক্র বাহির থেকে গাছের সাহায্যে ভেতরে প্রবেশ করে টিনের চালা কেটে গোডাউনের ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় তদন্ত কমিটি রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সংকট ও সিসিটিভি মনিটরিংয়ের অভাবের কথা তুলে ধরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মোট আটটি সুপারিশ করেন।

এসব সুপারিশের মধ্যে রয়েছে— নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি, মনিটরিং সিস্টেম পুনঃস্থাপন, সীমানা প্রাচীর মজবুত করা ও সকলকে নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া, নিয়মিত নিরাপত্তা পরিদর্শন, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নতুন প্রযুক্তির ব্যবহারের পাশাপশি জনসচেতনতা বৃদ্ধি।

এ বিষয়ে আরএনবি পাহাড়তলী সার্কেলের ইন্সপেক্টর মো. হাবিবুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের লোকবল নিয়োগ নেই। ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারছিনা।

এছাড়াও তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটর নষ্ট। সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েও কোন সুরাহা হচ্ছেনা।

এ ব্যাপারে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (পরিদর্শন) গোলাম মোর্শেদ বলেন, তদন্ত কমিটি নিরাপত্তা বাড়াতে বেশ কিছু সুপারিশ দিয়েছে। পাশাপাশি আরএনবিকেও নিরাপত্তা জোরদার করার তাগিদ দেয়া হয়েছে। আমরা অতিদ্রুত চিহ্নিত সমস্যাগুলোর সমাধান করতে পারবো বলে আশাবাদি।

চাটগাঁ নিউজ/সৈকত/জেএইচ

Scroll to Top